আনন্দময় আবকাশযাপনের আমন্ত্রণ জানাচ্ছে ড্রিম হলিডে পার্ক । এ পার্কটির অবস্থান নরসিংদীর পাঁচদোনার চৈতাবাতে । ঢাকা-সিলেট হাইওয়ের পাশেই এর অবস্থান । বর্তমানে পার্কটি বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে ঢাকা থেকে এক ঘন্টা যাত্রাপথের দূরত্বে এর অবস্থান । শিশুদের জন্য এটি বেস জনপ্রিয় । আছে কিছু রাউড এর মধ্যে হচ্ছে নাগাট ক্যাসল, স্পিনিং ক্যাসল, রকিং হর্স, ড্রিম প্লে হাউজ, চাইল্ড ক্যাসল, চাইল্ড প্লে গ্রাউন্ড, সুইং চেয়ার লাফিং ক্রাউন্ড বাম্পার কার উল্যেখযোগ্য । কচিকাচা শিশুরা এখানে আনন্দে মেতে উঠে । ভূতের বাড়িতে রয়েছে ভৌতিক আয়োজন । বুলেট ট্রেনে রুমাঞ্ছকর সময় কাটে । এয়ার বাইসাইকেলে উরা যায় আকাশে । এ রাইড ড্রিম হলিডে প্রথম বাংলাদেশে চালু করেছে । এর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে । এ পার্কে কুমিরের একটি ভাস্কর্য ওয়াটার ফাউন্টেন সহ আরও কিছু আয়োজন । লেকের দৃশ্য এর পরে বসে সবুজ ঘাসের মনোরম পরিবেশ কাটিয়ে দিতে পারেন বিকেল । এছাড়া স্পিড বোটে একটি চক্কর দিতে পারেন । আরেকটি কথা মনে করিয়ে দেই খালের পারে বিরাট সাপ, কচ্ছপ, সিংহ দেখলে আবার ভয় পাবেন না যেন । দেখতে পারেন হরিণও এসবই আবার কৃত্রিম । আর খলের এখানে ওখানে নান্দিক সব ব্রিজ মজার ব্যাপার হচ্ছে খালে আছে প্রচুর মাছ ড্রিম হলিডে পার্কে আছে স্বচ্ছ পানির একটি সুইমিং পুল । এ সুইমিং পুলে সাতার করটতে পারেন কিছুক্ষণ । আর আছে একটি বড় পুকুর এটার নাম ওয়াটার হ্যাভেন সোয়ান বোট ও জেট ফাইটার বোটে চড়ে জলের রাজ্যে ঘুরে আসুন । এ পার্কটি সবুজ গাছে পরিপূর্ণ দেখা যাবে জীবন্ত হরিনের । দিবা এবং রাত্রি নামে চমৎকার দুটি কটেজ আছে । কটেজ দুটি বাইরে থেকে সুন্দর তেমনি ভিতরে সৌন্দর্য অত্যাধিক । কটেজের প্রতিটি রুম রুচিশীল । ড্রিম হলিডে পার্কে খাবার নিয়ে ভাবনা চিন্তা নেই । এখানে #ড্রিম_স্পাইসিতে পাবেন দেশি-বিদেশী মুখরোচক খাবার । এখানে আছে আইস কর্ণার। পার্কে রয়েছে ড্রিম জামদানি হাউজ নামে নারায়নগঞ্জের বিখ্যাত জামদানি শাড়ির একটি শো-রুম । এছাড়া রয়েছে মসজিদ গাড়ি পার্কিং এর সুব্যাবস্থা । আরও রয়েছে অসংখ্য টয়লেট, ওয়াশরুম । সব মিলিয়ে ড্রিম হলিডে একটি অসাধারণ মনোরম পরিবেশ । আপনি আসতে পারেন স্বপ্নীল একটি দিন উপভোগ করতে।